অনেকেই বিয়ের আগে কিছুটা সময় পান। তিন মাসের বেশি সময় পেলে পুরো সময়টা ভালোভাবে কাজে লাগান। নিজের যত্ন নিন। ফলাফল, বিয়ের অনুষ্ঠানগুলোতে পোশাকের সঙ্গে সাজটাও মনমতো করা যাবে।
ত্বকের যত্ন নেওয়া শুরু করার প্রথম ধাপটাই হবে রূপ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। আপনার ত্বকের সমস্যাগুলো আলোচনার মাধ্যমেই বের হয়ে আসবে। এরপর পরবর্তী তিন মাস সেগুলোর সমাধান করতে হবে। ত্বকে শুষ্কতা, অমসৃণ রং, ব্রণ, র্যাশ—সমস্যা যেটাই হোক না কেন, চেষ্টা করুন এই তিন মাস একটু সময় বের করে ত্বকের যত্ন নেওয়ার। জানালেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন। চুলের ক্ষেত্রেও একই কথা। চুলের গুণাগুণ ভালো হলেই যে যত্ন নিতে হবে না, এমনটা ভেবে রাখলে ভুল করছেন। বিয়ের অনুষ্ঠানগুলোতে চুলের ওপর দিয়ে বড় ধকল যায়। আগে থেকেই এ জন্য চুলকে প্রস্তুত করে রাখা ভালো। চুল কাটতে ইচ্ছা হলে সেটা দুই মাস আগে কাটুন। সম্ভব না হলে এক মাস আগে কাটুন। চেহারার সঙ্গে চুলের কাটটা মানানোর জন্যই এ সময়টুকু নেওয়া। চুলের রং করাতে চাইলে ১৫-২০ দিন সময় হাতে নিয়ে করান। চুলের রং একটু এদিক-ওদিক হয়ে গেলে মন তো খারাপ হবেই, চেহারার সঙ্গে নতুন করা রংটাও না মানাতে পারে। চুলের রংটা চেহারার সঙ্গে মানাতেও একটু সময় লাগে। এর মধ্যে রংটা পছন্দ না হলে আরেকবার কিছু একটা করা হয়তো সম্ভব।
ওয়্যাক্স, ম্যানিকিউর, পেডিকিউর, থ্রেডিং, ফেশিয়াল বিয়ের দিনের জন্য উঠিয়ে রাখবেন না। ওয়াক্স, থ্রেডিং অনুষ্ঠানের আগের দিন করলে ভালো। ফেশিয়াল ও পুরো শরীরে স্ক্রাবিং ম্যাসাজ করাতে পারেন অনুষ্ঠানের এক-দুই দিন আগে। র্যাশের সমস্যা থাকলে সেগুলো কিছুটা কমে যেতে পারে। এ কারণেই দুই দিন আগে করানো ভালো।
অনেকেই ঠোঁটের উজ্জ্বলতা বাড়াতে চান। বাড়িতেই ১৫-২০ দিন আগে থেকে একটি প্যাক লাগাতে পারেন। হলুদ পাউডার এক চা-চামচ, গ্লিসারিন এক চা-চামচ, দুধ এক চা-চামচ মিশিয়ে লাগান। উপকার পাবেন। হাত ও পায়ের কনুই, পায়ের গোড়ালির খসখসে ভাব কাটাতে মধু আর গ্লিসারিন একসঙ্গে নিয়ে একটু কুসুম গরম করে পায়ের গোড়ালিতে লাগান। সারা রাত মোজা পরে থাকুন। খসখসে ভাব চলে যাবে। ত্বকের শুষ্কতা দূর করতে জবের ময়দা এক টেবিল চামচ, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, সরিষার তেল এক চা-চামচ, পরিমাণমতো পানি মিশিয়ে প্যাক তৈরি করে ফেলুন। মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক খসখসে হলে চালের গুঁড়া, ডালের গুঁড়া, দুধ একসঙ্গে পরিমাণমতো মিশিয়ে লাগালে ত্বকে কোমলতা ফেরত আসবে। ত্বক উজ্জ্বল করতে চাইলে দুধ, মধু ও অ্যালোভেরার ভেতরের জেলটা একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। বেসন এক চা-চামচ, দুধ দুই চা-চামচ, লেবুর রস অল্প পরিমাণে মিশিয়ে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখলেও উপকার পাবেন। এই প্যাকগুলো যেকোনো ত্বকে মানিয়ে যাবে। এ ছাড়া রোদে পুড়ে যাওয়া ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। চুলকালে ব্যবহার করবেন না।
| আপডেট: ০১:২১, ডিসেম্বর ২০, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
http://www.prothom-alo.com/life-style/article/1043029/%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87
No comments:
Post a Comment