Friday, December 23, 2016

‘ড্যানডেলিওন রুট’ প্রাকৃতিক ক্যান্সার প্রতিরোধক

‘ড্যানডেলিওন রুট’ প্রাকৃতিক ক্যান্সার প্রতিরোধক
ক্যনসারের জীবাণু ধ্বংস করতে পারে ‘ড্যানডেলিওন রুট’ নামের একটি বুনোফুল গাছ নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এমন প্রমাণ পেয়েছেন।
 বোল্ডস্কাইয়ের খবরে বলা হয়েছে, ড্যানডেলিওন রুট (dandelion root) স্বাভাবিকভাবে ক্যানসারের খারাপ কোষগুলো ধ্বংস করে দ্রুত সুস্থ করতে সাহায্য করে। আশানুরূপ ফল পেয়ে বিজ্ঞানীরা এটি ক্যানসার রোগীদের উপর ব্যবহারের পরমর্শ দিয়েছেন।
বিজ্ঞানীদের বরাত দিয়ে গণমাধ্যমটির খবরে আরো বলা হয় ড্যানডেলিওন রুট চায়ের মাধ্যমে এ্যাপোপটোসিস (Apoptosis) ঘটে যা ক্যানসারের কোষ নিয়ন্ত্রণ করে। এর ফলে সেলটির নিজের ক্ষতি হয় কিন্তু মানুষের শরীর সার্বিকভাবে উপকৃত হয়।
বিজ্ঞানীরা বলছেন, ‘ড্যানডেলিওন রুট’ দিয়ে তৈরি করা ওষুধ প্রয়োগে ৪৮ ঘণ্টায় ক্যনসারের কোষ অনেকটাই ধ্বংস করা সম্ভব।
ইত্তেফাক/এএসএমইউ, http://www.ittefaq.com.bd/science-&-tech/2016/12/18/96109.html

No comments:

Post a Comment